IQNA

অডিও | দামেস্কের ঐতিহাসিক মসজিদে ক্বারি মানশাভীর আজান

22:29 - December 25, 2020
সংবাদ: 2612011
তেহরান (ইকনা): বিশ্বখ্যাত ক্বারি শাইখ মোহাম্মাদ সিদ্দিক মানশাভী সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত ছাড়াও মনোরম কণ্ঠে আজান’ও দিতেন।

শাইখ মোহাম্মদ সিদ্দিক মানশাভী হলেন মিশরের একজন প্রসিদ্ধ ক্বারি। খ্যাতনামা এই ক্বারি “নম্র ও কান্না কণ্ঠস্বরের অধিকারী” এবং “ক্রন্দিত ক্বারি” হিসেবে প্রসিদ্ধ। তিনি ১৯২০ সালের জানুয়ারি মাসে মিশরের সুহাজ প্রদেশের আল-মনশা শহরের বোয়ারিক গ্রামে একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এবং দাদা কুরআন তিলাওয়াতের জন্য বিখ্যাত ছিলেন।

কুরআন তিলাওয়াত ছাড়াও তিনি তার জীবদ্দশায় বিভিন্ন দেশের মসজিদসমূহে আজান দিয়েছেন। আমরা আজ দামেস্কের অন্যতম “লালা মোস্তাফা পাশা” মসজিদে ক্বারি শাইখ মোহাম্মাদ সিদ্দিক মানশাভীর মনোমুগ্ধকর কণ্ঠের আযান শুনবো;

iqna

 

captcha